জরিমানার বিধানঃ

  • নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাট রিটান জমা না দিলে ধারা-85(চ) অনুয়ায়ি 10,000/- (দশ হাজার টাকা) জরিমানা ।

     

  • রেকর্ডপত্র নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষন না করলে ধারা-85(ট) অনুয়ায়ি 10,000/- (দশ হাজার টাকা) জরিমানা ( যেমন 6.2.1 ক্রয়বিক্রয় বহি)।

  • করচালানপত্র 6.3 , ক্রেডিট নোট-6.7 (প্রযোজ্য ক্ষেত্রে), ডেবিট নোট-6.8 (প্রযোজ্য ক্ষেত্রে), সমন্বিত করচালানপত্র বা উৎসে কর কর্তন সনদ-6.6 প্রদান না করলে ধারা-85(ঞ) অনুয়ায়ি 10,000/- (দশ হাজার টাকা) জরিমানা।

  • নির্ধারিত সময়ের মধ্যে 4.3 উপকরণ-উৎপাদ সহগ দাখিল না করলে ধারা-85(ঢ) অনুয়ায়ি 10,000/- (দশ হাজার টাকা) জরিমানা।

  • নিবন্ধনসীমা” কি
    “নিবন্ধনসীমা” অর্থ কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি ১২ (বার) মাস সময়ে ৩ কোটি টাকার উর্ধ্বে সীমা, কিন্তু নিম্নবর্ণিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:―
    (ক) অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য;
    (খ) মূলধনী সম্পদের বিক্রয় মূল্য;
    (গ) অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোন অংশের বিক্রয় মূল্য; বা
    (ঘ) অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করিবার ফলশ্রæতিতে কৃত সরবরাহের মূল্য;
    কে বা কারা মুসক পরিশোধ করবে?

  • নিম্নবর্ণিত ব্যক্তিকে মূসক প্রদান করিতে হইবে, যথা:― ধারা ১৬
    (ক) মূল্য সংযোজন কর আরোপযোগ্য আমদানির ক্ষেত্রে: আমদানীকারক;
    (খ) বাংলাদেশে করযোগ্য সরবরাহ প্রদানের ক্ষেত্রে: সরবরাহকারী;
    (গ) আমদানিকৃত সেবার করযোগ্য সরবরাহের ক্ষেত্রে: সরবরাহ গ্রহীতা;
    (ঘ) অণ্যান্য ক্ষেত্রে সরবরাহকারী বা সরবরাহ গ্রহণকারী
    07.মূসক কোথায় আরোপিত হয়?
    সকল করযোগ্য আমদানি এবং করযোগ্য পন্য বা সেবা সরবরাহের উপর মুসক আরোপিত হয়।